শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ন
এম.এইচ. বাবর:
সবুজ শ্যামল বাংলার বুকে সূর্যের হাসি ১৬ ডিসেম্বর ১৯৭১। মায়ের মুখে সেই হাসি ফোটানোর নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকে যিনি ছিলেন মানবপ্রেমী, দেশপ্রেমী। তাঁর হাত ধরেই মুক্ত হয় পরাধীনতার শৃঙ্খল। শত কষ্ট বুকে নিয়েও হেসে উঠে মা!কিন্তু সে হাসি মেনে নিতে পারে নি এদেশীয় পাকিস্তানি দালালেরা। মায়ের মুখের হাসিকে মলিন করে দিতে তারা বেচে নেয় জগন্য ও ঘৃণ্য পন্থা! রচিত হয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের বাংলার হৃদয় মন্দির ভেঙ্গে দেয়া কালো ইতিহাস। লাল সবুজ পতাকার বুকে ছোবলে জাতি হারায় পিতা মুজিব ও মুজিব পরিবারের সদস্যদের। শহীদের তালিকা দীর্ঘ হয়। দীর্ঘ হয় পৎ পৎ করে উড়তে থাকা সোনার বাংলা গড়ার স্বপ্ন। পিছিয়ে যায় আমাদের স্বপ্ন পূরণের যাত্রা। ঘৃণ্য কালো থাবায় লজ্জিত হয় বীরের জাতি। আজও সেই প্রেতাত্মারা ওৎ পেতে বসে আছে। ধ্বংস হোক মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা দালালদের দৌরাত্ম্য। মুজিব তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রচিত হোক উন্নত ও সমৃদ্ধ বাংলার নতুন ইতিহাস।
লেখক:
মোহাম্মদ হোসেন বাবর
বিশেষ প্রতিবেদক, এন এস নিউজ টিভি