মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:৪১ অপরাহ্ন
মোঃছালাহ উদ্দিন বার্সেলোনা,স্পেনঃ
১০ ই অক্টোবর রোজ বোধবার দূপুর ১২:৩০ ঘটিকার সময় তার কর্মস্তল কাইয়ে কমতে বোর্রেল ১০২ নং কফি বারে হটাৎ মৃত্যু বরন করেন বাচ্চু মিয়া।
কফি বারের মালিক ইমাম উদ্দিন জানান তাদের একি এলাকার বাংলাদেশে চট্রগ্রামের শীতাকুন্ডে মরহুম বাচ্চু মিয়ার বাড়ি।মরহুম বাচ্চু মিয়া আজ বিগত একমাস থেকে এই কফি বারে কাজ করতেছে তিনি এর আগে স্পেনের ইভিসা নামক স্থানে কাজ করতেন ।বারের মালিক ইমাম উদ্দিন বলেন ‘মরহুম বাচ্চু মিয়া মারা যাওয়ার আগে তার শরীর একটু খারাপ অনুভব করেন তখন তিনি এই রেস্টুরেন্টের পেছনে বিশ্রামের জাগায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন এবং তিনি প্রায় দুই ঘন্টা যাবত ঘুমান এখানে ,তখন কফি বারের মালিক তাকে ঘুম থেকে জাগাতে ভাধ্য হন ,এসময় দেখেন তার হাত,পা ,মাতা টান্ডা হয়ে গেছে তা দেখে তিনি জরুরী এম্বুলেন্স কল করেন সে সময় দ্রুত এম্বুলেন্স সহ ডাক্তার এসে তাকে মৃত ঘোসনা করে কর্মস্তল থেকে স্থনীয় হাসপাতালে নিয়ে যান।
তার পরে কফি বারের মালিক স্থানীয় বাংলাদেশীদের জানান বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ।বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনীয়ার প্রধান আহবায়ক আওয়াল ইসলাম প্রথমে এই মৃত্যুর ঘঠনা সবাইকে জানান এবং বাংলাদেশী কমিউনিটির বিশেষ কিছু গন্যমান্য ব্যাক্তি বর্গ বার্সেলোনার শাহজালাল জামে মসজিদে বসে আলোচনা করেন উক্ত লাশ দেশে প্রেরন সহ তার যাবতীয় সহযোগিতা করার জন্য সবাই মত প্রকাশ করেন।
প্রশাসনিক সকল কাজ শেষ হলে মরহুমের লাশ দেশে প্রেরন করা হবে বলে বাংলাদেশ এসোসিয়েশনের আহবায়ক আওয়াল ইসলাম জানান এবং কমিউনিটির সকল ইউনিটের মানুষ লাশের পরিবারের জন্য আর্তিক সাহায্য করে যাচ্ছে।
মরহুম ইমাম উদ্দিনের আনুমানিক বয়স (৫২ )তার স্ত্রী ও এক বছরের এক কন্যা সন্তান সহ পরিবারের আরো বাকী সদস্য দেশে আছেন বলে জানা যায়।
মরহুম বাচচু মিয়ার মৃত্যুতে বার্সোনার সকল কমিউনিটিতে শোকের ছায়া বয়ে গেছে এবং সবাই শোকাহত পরিবার সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন।