বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ন
———প্রভু আমার——–
নিশি ভোরে বাজলো আজি
কার বাঁশি মোর মনে?
বেদন মালা পড়লো খসে
তোমার সুরের তানে।
তান তো আমার হৃদয় বীণায়
সপ্ত সুরে সাধা,
তবু তোমায় চাইতে গেলে
পাই যে আমি বাঁধা।
আমার গানে তোমার তানে
মাঝখানে এক নদী,
ঢেউয়ের তালে হারিয়ে যাবো
তোমায় না পাই যদি।
সুরের গানের গোপন মালা
পরাতে চাই গলে,
হঠাৎ দেখি অন্ধকারে
কখন গেছো চলে।
পেয়ে তোমায় পাইনে আমি
হারাই বারংবার,
তোমার আমার মাঝে প্রভু
সপ্ত পারাপার।
সুরের ডালি
সাজাই যতো,
তোমায় আমি
হারাই ততো।
সংসারের এই মোহ মায়ায়
খেলছো তুমি খেলা,
কেউ বা হাসে, কেউ বা কাঁদে
অসীম তোমার লীলা।
জীবন যখন মরন খেলায়
উঠছে এবার মাতি,
ভয়াল অন্ধকারে তখন
নিভলো আমার বাতি।
আকাশ তখন গর্জে উঠে
জ্বালায় বজ্র-রাতি,
হঠাৎ বুঝি প্রভু আমার
আঁধার রাতের সাথী।
সবাই আমায় ছাড়তে পারে,
তুমি ছাড়ো নাকো,
তোমার তানের আমার গানের
মাঝখানে এক সাঁকো।
লেখকঃ শামছ উদ্দিন, কবি, সাহিত্য ও ইংরেজি ভাষা গবেষক, অধ্যক্ষ- মুহিবুর রহমান একাডেমি
–মে ২৭, ২০২০
(হোম কোয়ারেনটাইন, উপশহর, সিলেট)