মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
আজ সারা বাংলাদেশে একযুগে এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রত্যাশিত প্রকাশিত হল এস এস সি পরীক্ষার ফলাফল। সারা পৃথিবী এখন আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে। বাংলাদেশও এর বাহিরে না।প্রতিদিন করোনা নামক মরণব্যাধিতে সহস্রাধিক আক্রান্ত এবং মৃত্যু চল্লিশের কোটায়।এরই মাঝে সরকার সবকিছু স্তবির রাখলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ ছিল, কোন কাজ ফেলে রাখা যাবেনা। সেই নির্দেশনা অনুযায়ী তারা তাদের কাজের ফলাফল তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গত বছরের তুলনায় এবছর ফলাফল ভাল হয়েছে বলে জানান সংশ্লিষ্ট অধিদপ্তর।তবে বিদ্যালয়গুলোতে ছিলনা কোন রকম আনন্দ। করোনার কারনে সরকার সরাসরি শিক্ষার্থীর মোবাইলের মাধ্যমে তার কাঙ্খিত ফলাফল পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার প্রথম সারির কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরতে নেত্রকোণা পৌর এলাকার…
★আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের চিত্র জানাচ্ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান..
এবছর বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল-২৫১ জন। উত্তীর্ণ হয়েছে-২৪৮জন। জিপিএ-৫ পেয়েছে-১৩২ জন। শতকরা পাশের হার -৯৮.৮০%।এদিকে পাশের হার তেমন না বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে বলে জানান প্রধান শিক্ষক।
★নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এবছর বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল-২৪০ জন। উত্তীর্ণ হয়েছে-২৩১ জন। জিপিএ-৫ পেয়েছে-৯৬ জন। শতকরা পাশের হার- ৯৬.২৫%,যা গত বছরের তুলনায় ২.৩৬% কম। তবে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। পাশের হার কম হওয়াতে, এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধান শিক্ষক।
★ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বছর বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল-৫৬৯ জন। উত্তীর্ণ হয়েছে-৫১৬ জন।
জিপিএ-৫ পেয়েছে-৬৩ জন। শতকরা পাশের হার-৯০.৬৯%। যা গত বছরের তুলনায় কিছু বেশী। তবে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে বলে তিনি জানান।
★আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বছর বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল-২০৩ জন। উত্তীর্ণ হয়েছে-১৮০ জন।
জিপিএ-৫ পেয়েছে-০৮ জন। শতকরা পাশের হার – ৮৮.৬৭%।যা গত বছরের তুলনায় কিছু বেশী।
★চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর মাধ্যম জানা যায়, এ বছর বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল-৩৫ জন। উত্তীর্ণ হয়েছে- ২৮ জন। জিপিএ-৫ পেয়েছে- ০, শতকরা পাশের হার-৮০%।
★নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মাধ্যম জানা যায়, এ বছর বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল-৫৮ জন। উত্তীর্ণ হয়েছে- ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে- ০, শতকরা পাশের হার- ৭৫.৮৬%। যা গত বছরের তুলনায় ১৫.৪৪% কম। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন, নেত্রকোণা কারিগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জানান, এ বছর পরীক্ষাার্থী ছিল-৩৫২ জন। উত্তীর্ণ হয়েছে- ২৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে- ০৩ জন। শতকরা পাশের হার- ৮১%। যা গত বছরের তুলনায় কিছু বেশী।