শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৬:২৩ পূর্বাহ্ন
নিউজ ডেক্স:
বিদেশে গেলে চাকরীর পাশাপাশী লেখা পড়া করা অসম্ভব এই কথা আমাদের দেশে চিরসত্য বলে পরিগণিত হয় কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন বৈরাগীবাজারের রাফিউল মুহায়মিন ।
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এর হাতিটিলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মেদ রাজুল ইসলামের ছেলে কানাডায় উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। সে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও বৈরাগী বাজার আইডিয়াল কলেজ থেকে এইচ.এস.সি পাস করে মা–বাবার আদর ভালোবাসা ত্যাগ করে কানাডায় গমন করেন সম্পূর্ণ একাকী । পরিবারের প্রতি ভালোবাসার টান, ঘরে রান্না, কর্মব্যস্থতা আর অন্যদিকে লেখাপড়ার প্রতি টান বিদেশের মাটিতে ঘুমাতে দেয়নি মুহায়মিনকে । কিন্তু ভেঙ্গে পড়েননি মুহায়মিন । কর্মব্যস্থতার সাথে সাথে চরম অধ্যবস্যায়ের পরিচয় দিয়ে মুহায়মিন কানাডার অনটারিয়তে অবস্থিত GEORGIAN COLLEGE থেকে Hospitality Hotel and Resort Management (ব্যবস্থাপনা ) বিষয়ে ASSOCIATE ডিগ্রী অর্জন করে ।
মুহায়মিন বলেন ” বিশ্বের সেরা অনুভূতিটি তখন অনুভব করা যায় যখন দেখবেন আপনার কারণে আপনার পিতা–মাতা, আত্বিয়স্বজন এলাকার ব্যাক্তিবর্গ আনন্দে উদ্দেলিত হয়। আমি সর্বদা আমার পিতা–মাতা ও এলাকার সবার প্রতি কৃতজ্ঞ।”
এদিকে মুহায়মিনের বড় ভাই আমেরিকা প্রবাসী তরুণ সংগঠক আল মুস্তাজাব বলেন আমি অত্যন্ত অভিভূত এবং গর্বিত হাজারো কষ্টে অর্জিত সফলতাকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে সে যেন উচ্চ থেকে উচ্চরত ডিগ্রিলাভ করে মা বাবা ও এলাকার মুখ উজ্জ্বল করতে পারে এই কামনাই করছি। সাথে সাথে পরিবারের আবেগ ভরা আনন্দকে চিরস্থায়ী রাখার জন্য মহান আল্লাহ্র কাছে প্রার্থনা করি ।