শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৭:১৩ পূর্বাহ্ন
পূজা রানী সরকারঃ
২৮শে জুন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো রাজধানী ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দিরে। সকাল ১০.০০ থেকে শুরু হয়েছিল স্নান যাত্রা,চলেছে প্রায় দুপুর ১.০০ টা পর্যন্ত। হাজারো ভক্তের সমাগম ছিল সারাদিন ব্যাপী।
প্রায় এক হাজার ভক্ত প্রসাদ পেয়েছে। সন্ধ্যায় আরতি কির্তন এবং সবশেষে ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে পালিত হল দিনটি।