বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন
মোহাম্মদ কামরান।।
৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক-কবি ও সাংবাদিক এনামুল কবীর, আমকুনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষক ছালেহ আহমদ, বিয়ানীবাজারের দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম উদ্দিন, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালেহ আহমদ, কবি এসএম সেবুল, আছিরগঞ্জ গণপাঠাগারের কোষাধ্যক্ষ আবু সালেহ মো. ইউসুফ, আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক কামরান আহমদ ও শামসুল ইসলাম সমস প্রমুখ।
জানাগেছে, আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আমকুনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষক ছালেহ আহমদ।
সভায় একাত্তরের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মাণ প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তরা আছিরগঞ্জ এলাকার শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়, আছিরগঞ্জ গণপাঠাগারে আর্থিক সহযোগীতা প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজারের হলিমপুরের মরহুম মাওলানা আশরাফ আলীর ছেলে আব্দুল আলিম, গোলাপগঞ্জের হলিমপুর গ্রামের মরহুম কুতুব আলীর ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী এমএ কাশেম, বিয়ানীবাজারের দেবারাই গ্রামের মাওলানা আজির উদ্দিনের ছেলে প্রবাস ফেরত সালেহ আহমদ, পূর্ব দেবারাই গ্রামের ফ্রান্স প্রবাসী কামাল উদ্দিনের ছেলে তাওহীদ উদ্দিন, গোলাপগঞ্জের আমকুনার মরহুম ইব্রাহীম আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলাল, দক্ষিণ সুনামপুরের মরহুম মুহিব আলীর ছেলে সৌদী প্রবাসী শামিম আহমদ, দক্ষিণ আমকুনার মরহুম সুয়া মিয়ার ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী মাওলানা কারি নিজামুল হক ও মরহুম সিরাজ উদ্দিন মাষ্টারের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী মুহিদুজ্জামানেদের কৃতজ্ঞতা আন্তুরিক ধন্যবাদ জানানো হয়। এমনকি, দোয়া মাধ্যমে তাদের দীর্ঘ আয়ু কামনাও করা হয়।